নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. মিজানুল করিম ও দৈনিক নয়াদিগন্তের পেকুয়া প্রতিনিধি সফওয়ানুল করিমের পিতা মাস্টার মুবিনুল হক ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পেকুয়া উপজেলার সিকদারপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষক মুবিনুল হকের বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল রোববার বাদ আছর পেকুয়া সিকদারপাড়াস্থ পারিবারিক কবরস্থান মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে সেখানেই দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: