নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার শাহারবিল রামপুরস্থ প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ রিদুয়ানুল মোস্তফা টিপুর নতুন কর্মস্থলে নিয়োগজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২১জুন) সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
একাডেমিক এডভাইজার ফরিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন দারুল হিকমাহ এসোসিয়েটসের সাধারণ সম্পাদক ডাঃ আবদুস সামাদ, সহ-সধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ কাইসার, পরিচালক সাবেক এমইউপি আবদুর রহিম ও পরিচালক বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহ-সুপার মুহাম্মদ হোছাইন টিপু, প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম ও দশম শ্রেণির ছাত্রী ফাওজিয়া জাহান জুহি। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন দারুল হিকমাহ এসোসিয়েটসের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার।
এসময় একাডেমির বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী অধ্যক্ষ রিদুয়ানুল মোস্তফা টিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা রিদুয়ানুল মোস্তফা টিপু পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম ফাজিল মাদরাসায় আরবী প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি নতুন কর্মস্থল সেখানে যোগদান করায় দারুল হিকমাহ একাডেমি পরিবার বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
0 comments: