নিজস্ব প্রতিবেদক :
একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হামিদুর রহমান কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, চকরিয়া আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জুবাইদুল হক ও ইঞ্জিনিয়ার মো. সানাউল্লাহ কাফি।
অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্রসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইসফাতুল ইসলাম।
উল্লেখ্য, চকরিয়া তায়কোয়ানদো একাডেমির পরিচালক হামিদুর রহমান কাশেমের পরিচালনায় উপজেলার বহদ্দারকাটা তায়কোয়ানদো দোজাং, বিএমচর তায়কোয়ানদো ক্লাব, রামপুর তায়কোয়ানদো দোজাং নামে আরো তিনটি তায়কোয়ানদো ক্লাব রয়েছে।
0 comments: