নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার আয়োজনে উদযাপিত হয়েছে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩। রোববার (১১জুন) এ উপলক্ষ্যে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ চিরিঙ্গা শাখার মুখপাত্র এসআই খোকন রুদ্রের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সিনিয়র সাংবাদিক জাহেদ চৌধুরী, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ প্রমুখ।
পরে প্রধান অতিথি জাফর আলম এমপি উপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
0 comments: