হাজারো জনতার উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল কবিরের জানাযা সম্পন্ন

বিশেষ প্রতিবেদক : 

হাজারো জনতার উপস্থিতিতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল কবিরের নামাযে জানাযা গতকাল সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৫টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হয়েছে। গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে ইমামতি করেন পীরে কামেল মাওলানা কবির আহমদ আজমী। 

জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি জাতীয় পাটির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান  হাজী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন,  মরহুমের জামাতা চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখের ও মরহুমের মেজো ছেলে হাজী সাইফুল কাদের সোহেল।

রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক কার্যক্রমে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাতুজ্জামান দিপু। এসময় পুলিশ প্রশাসনের কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, থানার এসআই গোলাম ছরওয়ার রাষ্ট্রীয় আনুষ্ঠকতায় অংশগ্রহণ করেন। 

সোমবার বিদ্যাপীঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা নুরুল কবিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ছয়টায় গ্রামের বাড়ি চকরিয়া পৌরসভার কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় নামাযে জানাজা শেষে মসজিদ কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এসময় চকরিয়া উপজেলার সর্বস্তরের শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক পরিবারসহ বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শুভানুধ্যায়ীরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার নুরুল করিব সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল কবির চকরিয়া চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিনের শ্বশুর।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: