নিজস্ব প্রতিবেদক:
“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দ্বিতীয়বারের মতো চকরিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩।
শনিবার (৮ এপ্রিল) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে স্কাউটের একাধিক আনুষ্ঠানিকতা শেষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
চকরিয়া উপজেলা স্কাউটের সম্পাদক মাস্টার মোঃ আনছারুল করিমের সভাপতিত্বে সমবেত স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্কাউটের কমিশনার সেলিনা আক্তার ও সহকারী কমিশনার মোঃ তসলিম উদ্দিন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও জেপি দেওয়ানের নেতৃত্বে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে মিলিত হয়। এ অভিযানে স্কাউট সদস্যদের সাথে খোদ স্কাউট সভাপতিও অংশ নেন।
পরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কাউট সম্পাদক মাস্টার মোঃ আনছারুল করিমের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এসময় উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক আনোয়ারুল আজিম, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ রফিক উদ্দিন, কাব লিডার নাসির উদ্দিন, স্কাউট লিডার মোঃ মাহমুদুল করিম, গ্রুপ সভাপতি বুলবুলে জান্নাত প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: