নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক সংগঠন ভাঙ্গারমুখ নূরানী কাফেলার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মার্কেট মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শনিবার (৮এপ্রিল) নূরানী কাফেলার সভাপতি ছৈয়দ মুহাম্মদ রাসেলের সার্বিক তত্বাবধানে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ।
এতে আলোচনা পেশ করেন চিরিঙ্গা সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির আহমদ, মগবাজার উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন আনসারী, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার সিদ্দিকী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জামাল হোসাইন নূরী, নিজপানখালী জামে মসজিদের খতিব মাওলানা জসীম উদ্দিন হেলালী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কুতুব উদ্দিন হেলালী। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
0 comments: