নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ব্যাংক মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় শাখা ব্যবস্থাপক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপশাখা ব্যবস্থপক শহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় শুরুতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম।
এসময় বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
0 comments: