নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা স্কাউটের নির্দিষ্ট সময়ের জন্য ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মো. আনছারুল করিম।
বুধবার (২৯মার্চ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২৩জুন'২০২৩ইং বার্ষিক কাউন্সিল সভা পর্যন্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ইউনিট লিডার মাস্টার আনছারুল করিমকে উপজেলা স্কাউটের জন্য ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত করা হয়। এসময় উপজেলা স্কাউটস চকরিয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে নবমনোনীত ভারপ্রাপ্ত উপজেলা স্কাউটস সম্পাদক মাস্টার আনছারুল করিম বিগত ৩ বছর ধরে কমিটির স্কাউট লিডার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা কমিটির সম্পাদক বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল ইসলাম স্ট্রোক জনিত কারণে মারা যায়। ফলে ওই পদটি শূন্য হয়ে যায়।
0 comments: