নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব-২০২৩ মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা মাতিয়ে সমাবেশে স্থলে মিলিত হয়।
সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির মুখপাত্র আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে ও সমন্বয়কারী আবু সালামের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া- পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ ও প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।
এসময় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
0 comments: