নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা শিবলী নোমান।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, এস.এম হেলাল উদ্দিন ও মাওলানা ছৈয়দুল আলম।
পরে সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান।
0 comments: