নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম.এম ছালাহ উদ্দিন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষণ এবং বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
0 comments: