চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কোচপাড়া গ্রামে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭মার্চ) মাদরাসা সুপার ও সচিব মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও মাস্টার জালাল উদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী মো. সাঈদী। 

আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিক্ষক মাওলানা মো. কুতুব উদ্দিন ও মাস্টার মো. রেজাউল করিম প্রমুখ। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে দেশ মাতৃকার টানে আত্মদানকারী মৃতদের মাগফিরাত, জীবিতদের দীর্ঘায়ু এবং দেশের উন্নতি ও শান্তি-শৃংখলা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহমান হেলালী। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: