নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে নারীসহ ৫জন যাত্রী। এসময় আহত হয়েছে আরো কয়েকজন। আহতদের চকরিয়া, কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবির কোনো সদস্য হতাহত হয়নি এ দুর্ঘটনায়। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া সীমান্তবর্তী উত্তর হারবাং এলাকায় বিজিবির একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চকরিয়া উপজেলার হারবাং ৭নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের মোহাম্মদ সরোয়ার আলমের মেয়ে নারগিস আক্তার মায়াবি (১৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে দিনমজুর মো. হামিদ উল্লাহ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে দিনমজুর নজরুল ইসলাম (৩৪), একই ওয়ার্ডের কলাতলী রোড়পাড়ার লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২১) ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩৫) বলে জানা গেছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোকন রুদ্র সড়ক দুর্ঘটনায় ৫জন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ঘটনাস্থলে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।
এদিকে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, সকালে লেগুনা ও বিজিবির সদস্য ভর্তি একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বিজিবির সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনায় লেগুনার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে।
0 comments: