নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাফর আলম এমপির পক্ষে সহধর্মিণী আলহাজ্ব শাহেদা জাফর।
এতে বিশেষ অতিথি ছিলেন বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বি.এ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফোরকানুল ইসলাম, জামাল উদ্দিন জয়নাল, আনোয়ারুল ইসলাম কাজল, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিনা আক্তার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ চার দিনব্যাপি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে হাউজভিত্তিক স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
0 comments: