নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ভাষণ তথা ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, ছড়া, কবিতা আবৃত্তি, ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়েজ উল্লাহ নূরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মাওলানা কফিল উদ্দিন, অধ্যাপক মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, আলী আহমদ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মাওলানা আবদুল লতিফ প্রমুখ।
এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
0 comments: