নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পূর্ব বড়ভেওলা কাশেম আলী মিয়াজী সিকদারপাড়াস্থ বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন নূরানী মাদরাসার দ্বিতীয় বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিল মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ সভার সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেকান্দর বাদশা নাগু।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান ও মাহফিল পরিচালনা কমিটির মুখপাত্র এডভোকেট মুহাম্মদ রিজাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপি সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাওলানা হাফেজ নুরুল কাদের. মাওলানা আবদুর রহমান, মাওলানা নুরুজ্জামান আনছারী, মাওলানা আবদুল মালেক জিহাদী, মাওলানা হেলাল উদ্দিন মুসা ও মাওলানা আবদুর রহিম বুখারী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন।
0 comments: