নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয়দিন অতিবাহিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন হয়। এ আয়োজন চলবে ৭মার্চ পুরস্কার বিতরণ পর্যন্ত। রোববার থেকে শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পাঁচটি দলে বিভক্ত হয়ে মাদরাসার নূরানী শাখা থেকে কামিল শ্রেণির শিক্ষার্থীরা।
দ্বিতীয়দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, আনছারুল ইসলাম, মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলু, পাপিয়া সুলতানা ও ছৈয়দুল আলমসহ নূরানী শাখার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, বুধবার (১মার্চ) সকাল দশটায় শুরু হওয়া এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান।
0 comments: