নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় মাহে রমযানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেছে ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখা।
বুধবার (২২ মার্চ) র্যালিটি পৌরশহরের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
চকরিয়া শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি ছাত্রনেতা মো. কফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আবদুল মজিদ।
এসময় ছাত্রনেতা আবু তালহা, আলী আহসান মুজাহিদসহ ছাত্রশিবিরের উপজেলা ও পৌরশাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা- শুক্রবার থেকে শুরু হওয়া পবিত্র রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাজার মনিটরিংয়ের মাধ্যমে সহনীয় পর্যায়ে রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান।
0 comments: