চকরিয়া উম্মাহাতুল মো'মেনীন মহিলা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


চকরিয়া উম্মাহাতুল মো'মেনীন মহিলা দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ মাদরাসা প্রাঙ্গণে শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল দশটায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার ছৈয়দ আলম।

মাদরাসা সুপার মাওলানা আবুল হোসাইন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সুপার মাওলানা মোঃ মুনির উদ্দিনসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, মোঃ কফিল উদ্দিন ও স্কাউট শিক্ষক জয়নাল আবেদীন।

এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এতে শাপলা, গোলাপ ও জবা হাউজে বিভক্ত হয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: