খুটাখালীতে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট!

সেলিম উদ্দীন, ঈদগাঁও: 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রবাসীর বসতবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে জিম্মি  করে নিয়ে গেছে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম গর্জনতলীর মোহাম্মদ হোসাইন প্রকাশ মিয়ার পুত্র প্রবাসী ইউনুছের বাড়ীতে ঘটে এ ঘটনা।

ডাকাতির শিকার প্রবাসী ইউনুছ জানায়, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। স্ত্রী কানিজ ফাতেমাকে দরজা-জানালা বন্ধ রেখে না খোলার নির্দেশ দেন।

এদিন তাদের ঘরে দু'জন রাজমিস্ত্রি বাসায় কাজ করেছেন। তারা সন্ধ্যা নাগাদ চলে যায়। তাদের চলে যাওয়ার পরেই ঘটে এ ঘটনা। ডাকাতরা তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে নগদ ৬৫ হাজার টাকা ও  ৪ ভরি স্বর্ণ। 

প্রবাসীর স্ত্রী কানিজ ফাতেমা বলেন, স্বামী বাজারে চলে যাওয়ায় কুলের শিশুকে নিয়ে বিছানায় শুয়ে পড়েন। এসময় ২/৩ জন মুখোশ পরিহিত ডাকাত তাকে চাকু টেকিয়ে আলমিরার চাবি দিতে বলে। না দিলে তার কুলের শিশুকে খুন করা হবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ডাকাতরা চাবি পেয়ে আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ধরনের ঘটনা কেহ জানায়নি, তবুও রাতে পুলিশ পাঠানো হবে বলে জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: