নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া আতব্বরপাড়ায় ফাঁসিয়াখালীর বিশিষ্ট সমাজসেবক প্রবাসী হাফেজ মাওলানা ওসমান গনির মরহুমা মা মরিয়াম খাতুনের নামে প্রতিষ্ঠা করা হয়েছে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “মাদরাসা মরিয়ম ওয়াত তাকওয়া”।
সোমবার (১৩ মার্চ) দুপুরে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।
এসময় ডুলাহাজারা তাবলীগ মারকাজের আমির মাওলানা মোহাম্মদ হানিফ, শাহ আবরার হজ্জ কাফেলার চেয়ারম্যান হাফেজ মাওলানা জিয়াউল হক, কাজী হাবিবুল মতিন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদরাসার সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
0 comments: