নিজস্ব প্রতিযোগিতা :
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় পাঁচ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১মার্চ) সকাল দশটায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাসান।
মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী বুলু ও এস.এম হেলাল উদ্দিনের সার্বিক নির্দেশনায় প্রতিযোগিতার সার্বিক তত্বাবধান ও পরিচালনার দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, মাস্টার হেলাল উদ্দিন, আবু হানিফ চৌধুরী, রিদুয়ানুল হক, হোসাইন আহমদ, রফিক আহমদ ও জাফর আলম।
এদিকে মাদরাসার নূরানী শাখা থেকে কামিল পর্যন্ত পাঁচটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে চলছে এ প্রতিযোগিতা।
0 comments: