নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান আরিফ। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার (১মার্চ) বাকি ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বৃহস্পতিবার (২মার্চ) পুরস্কার বিতরণ অনুষ্ঠান কর্মসূচি রয়েছে।
0 comments: