নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড মাস্টারপাড়াস্থ চকরিয়া হিফজুল কুরআন ফাউন্ডেশন পরিচালিত হযরত খদিজাতুল কোবরা (রাঃ) বালিকা হিফজ মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও ছবক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার পরিচালক চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকানের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. তারেকুর রহমানের সঞ্চালনায় ছবক কার্যক্রমের আনুষ্ঠানিক ছবক প্রদান করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা বশির আহমদ, মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও মাওলানা মামুনুর রশিদ নূরী।
এতে অতিথি ছিলেন চকরিয়া মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি আহমদ রেজা ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সভাপতি মো. শওকত আলম।
এসময় মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: