নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের অবহেলিত এলাকায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে ৫৮ বছর পর কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দে নতুন ভবন পায়। যা আজ (১১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনে রূপ লাভ করে।
0 comments: