নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া গ্রামার স্কুলের চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথমদিন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিদ্যালয় পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: