নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ইং বর্ণিল আয়োজনে শুরু হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদ উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি ছমিরুল ইসলাম চৌধুরী দুলাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সাল। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: