নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি হাফেজ আসহাব উদ্দিন আসাদের পিতা চকরিয়ার উত্তর লক্ষ্যারচর নিবাসী আকবর আহমদ সওদাগরের নামাযে জানাযা স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের চতুর্থ ছেলে সাবেক ছাত্রনেতা হাফেজ আসহাব উদ্দিন আসাদ।
এবি পার্টির চকরিয়া-পেকুয়ার সমন্বয়ক সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবদুল ওয়াহেদের সঞ্চালনায় বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেক, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা জামায়াত নেতা হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দির আহমদ বাবর, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার প্রধান মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় জেলা শ্রমিক কল্যানের সভাপতি শামসুল আলম বাহাদুর, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, পৌর সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বরইতলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সালেকুজামান, ছাত্রশিবিরের জেলা সভাপতি কফিল উদ্দিন, হারবাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুনাইদ সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা হাফেজ আসহাব উদ্দিনের পিতা প্রবীণ মুরব্বী আকবর আহমদ সওদাগর (৯২) বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কক্সবাজার জেলা সেক্রেটারি আহসাব উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: