নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রাম তথা কক্সবাজারের কৃতি সন্তান প্রফেসর রেজাউল করিম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নরেশ রুদ্র টিটু'র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান আরিফ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব চকরিয়া পৌরসভার পালাকাটা তথা কক্সবাজারের কৃতি সন্তান প্রফেসর রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন জয়নাল, একেএম সাহাবুদ্দিন বি.এ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সদস্য ডাঃ খাইরুল ইসলাম, ফরিদুল আলম প্রমুখ।
এরআগে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত ও বিশেষ অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য।
0 comments: