নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরশহরের শিশুবান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসা চকরিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩।
শনিবার (৪ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আবুল মাসরুর আহমদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার প্রথমদিন অতিবাহিত হয়। এতে অতিথি ছিলেন ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্য হুসাইন মুহাম্মদ এরশাদ, আজিজুল হক, নুরুল হুদা ও মোজাম্মেল হক। অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে রোববার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়দিন বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সোমবার (৬ ফেব্রুয়ারি) বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
0 comments: