নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল উদ্দিন কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মুজিবুল হক মুজিব।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম ও মাস্টার মোঃ রেজাউল করিম। এসময় মাদাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিকসহ মাতৃভাষা দিবসের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে দেশের উন্নয়ন, জাতির শান্তি ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহমান হেলালী।
0 comments: