চকরিয়া কোরক বিদ্যাপীঠে পাঁচ দিনব্যাপি বার্ষিক ক্রীড়ার দ্বিতীয়দিন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৫দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হয়েছে। বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। 

রোববার (১২ ফেব্রুয়ারি) প্রাথমিক শাখার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আখেরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের ও সিনিয়র শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। 

এদিকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শাখা এবং মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

 প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শাপলা, পলাশ, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে চারটি হাউজে বিভক্ত করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: