স্পোর্টস রিপোর্টার :
কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২৩ এর ফাইনাল খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্লাব চকরিয়া।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অলস্টার কক্সবাজার ফুটবল একাদশের মুখোমুখি হয় শেখ জামাল ক্লাব চকরিয়া।
খেলায় ১-১ গোলের সমতা হওয়ায় পয়েন্টের ভিত্তিতে শেখ জামাল ক্লাব চকরিয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি। এরইমধ্যদিয়ে দলটি বিভাগীয় পর্যায়ে খেলার জন্য উন্নীত হয়।
এদিকে শেখ জামাল ক্লাব চকরিয়া কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে ক্রীড়ামোদি সকল শুভাকাংখি ও শুভানুধ্যায়িদের দোয়া কামনা করেন।
0 comments: