চকরিয়ার কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। 

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত ওসমানের সভাপতিত্বে ও মাদরাসা সুপার মাওলানা মোঃ বেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা ও কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন। 

এসময় সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেনসহ পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: