নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবু হোরায়রার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গিয়াস উদ্দিন চৌধুরী।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান।
বিশেষ অতিথি ছিলেন রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমির সুপার মাওলানা রিদওয়ানুল মোস্তফা টিপু, বিশিষ্ট সমাজসেবক আলমগীর চৌধুরী, এম.ইউপি নুর মোহাম্মদ, সাবেক মেম্বার শাহ আলম বাদশাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আবু ফয়েজ মোঃ রিপন ও হাজিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মঈন বেলাল।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য সালাহউদ্দিন, নিজাম উদ্দিন, জুবায়েরসহ পিস হ্যাভেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: