নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া গ্রামার স্কুলের চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিদ্যালয় পরিচালনা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক চৌধুরী মুহাম্মদ আজম, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হুদা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পর্যায়ের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
0 comments: