চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়ার পালাকাটা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৩ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অভিভাবক ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

৫৮৫জন ভোটার নিয়ে অভিভাবক সদস্য পদে প্রতিনিধিত্ব করতে বিভিন্ন প্রতীকে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে রয়েছেন আবুল কালাম, আমির হোছাইন, আমির হোছাইন, আলী আহমদ, কফিল উদ্দিন, জমির উদ্দিন ও জালাল উদ্দিন।

এতে ৩৪৯ ভোট পেয়ে প্রথম অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছে আলী আহমদ। নির্বাচনে আমির হোছাইন ২০৬ ভোট পেয়ে দ্বিতীয়, আমির হোছাইন ১৬০ ভোট পেয়ে তৃতীয় এবং জমির উদ্দিন ১২৮ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। 

এদিকে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। 

অন্যদিকে নবনির্বাচিত চার অভিভাবক প্রতিনিধিকে অভিনন্দন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য শুভ কামনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহ উদ্দিন ও প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: