নিজস্ব প্রতিবেদক:
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি। পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাহাতুজ্জামান দিপু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল জব্বার, উপজেলা কৃষি অফিসার মোঃ এস এম নাসিম উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। এরআগে প্রধান অতিথি জাফর আলম এমপিসহ অতিথিবৃন্দ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল সরেজমিন ঘুরে ফিরে পরিদর্শন করেন।
এসময় সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সাংবাদিক শাহজালাল শাহেদ, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী স্টলে ২০ সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রাণিসম্পদ পরিচর্যায় সফল ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: