চকরিয়া টাইমস :
বুধবার (১ ফেব্রুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের নেতৃত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছলিম উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে সদ্য যোগদানকারী নতুন প্রধান শিক্ষককে বরণ করা হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফোরকানুল ইসলাম, জামাল উদ্দিন জয়নাল, মো. সাহাবউদ্দিন কন্ট্রাক্টর, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে এরআগে মাস্টার মশিউর রহমান আরিফ উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
0 comments: