চকরিয়ায় শ্রমিক নেতা শওকতের পিতার নামাযে জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : 


 চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ছাত্রনেতা মো. শওকত আলমের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নাজের আহমদ (৭২) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৪মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।  

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া আটটায় পৌর এলাকার নামার চিরিঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের জামাতা চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠিত জানাযায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এদিকে চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সভাপতি ও চকরিয়া মেডিকেল সেন্টারের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগি শ্রমিক নেতা শওকত আলমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম মহনগর আমীর আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।     

এছাড়া পৃথক বিবৃতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়াত উল্লাহ, চকরিয়া পৌর জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা, চকরিয়া পৌর যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল কাদের প্রমুখ ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: