নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা নির্বাচন কমিশনের উদোগে স্থানীয় জনসাধারণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা রোববার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের এনআইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম (বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)। তিনি চকরিয়া উপজেলার স্থানীয় জনসাধারণের হাতে তুলে দেয়ার মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন।
এছাড়া মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ জেলার ৮ উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
0 comments: