নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ওলামা মাশায়েখ সমাবেশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৩ চকরিয়া উপজেলার মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ সরোয়ার আকবারের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া’র সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুস আনোয়ারী ও চকরিয়া ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন হেলালী। অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সমাবেশে উপজেলার শতাধিক আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
0 comments: