নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌর এলাকার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসার নতুন বহুতল ভবন (বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ) শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান শনিবার (১৪ জানুয়ারি) মাদরাসা মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম বাহারের সভাপতিত্বে ও মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে পালাকাটা দাখিল মাদরাসার নতুন ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, চিরিঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে.এম ছালাহ উদ্দীন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ও চিরিঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান এম. লিয়াকত আলী।
এসময় মাদরাসার সহ-সুপার মাওলানা এহছানুল হক নঈমী, প্রাক্তন ছাত্র সংসদের মুখপাত্র মোহাম্মদ নুরুন্নবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: