স্পোর্টস রিপোর্টার :
জাতীয় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ক্রিকেটে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফাঁসিয়াখালী রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে ঢেমুশিয়া জিন্নত আলী উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে জেলা পর্যায়ে খেলার জন্য উন্নীত হয় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিম।
উপজেলা চ্যাম্পিয়ন দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. আনিসুজ্জামান। তিনি জেলা পর্যায়েও ভাল খেলা উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান।
এদিকে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় চকেউবি ক্রিকেট টিমকে উত্তরোত্তর সফলতা কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ।
0 comments: