স্পোর্টস রিপোর্টার :
জাতীয় ৫১তম স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ক্রিকেটে কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। সোমবার (২৩ জানুয়ারি) কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে পেকুয়া উপজেলা টিম জি.এম.সি ইনস্টিটিউটকে ৮ উইকেটে হারিয়ে চকরিয়া উপজেলা টিম চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়। এরই মধ্যদিয়ে জেলা চ্যাম্পিয়ন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিম কক্সবাজারের প্রতিনিধিত্ব করতে বিভাগীয় পর্যায়ে উন্নীত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছলিম উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে চকেউবি টিমের ম্যানেজারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. আনিসুজ্জামান। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে চকেউবি ক্রিকেট টিম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের উত্তরোত্তর সফলতা কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রিড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
0 comments: