শপথ নিলেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির নির্বাচিত কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক : 


চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের তিন বছরের জন্য নবনির্বাচিত ১২ কর্মকর্তা শপথ নিয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায়  উপজেলা সমবায় কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতি-সম্পাদকসহ নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এতে শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন- সভাপতি মো. মুবিনুল ইসলাম, সহ-সভাপতি আবদুল খালেক, সাধারণ মো. রিয়াদুল হক নিরব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়সাল, হাসান মোহাম্মদ রিয়াদ, কাইছার উদ্দিন, মোহাম্মদ সাগরুল ইসলাম, মোহাম্মদ কাজল, মোহাম্মদ নুরুল আমিন, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ এমরান। 

উল্লেখ্য, গত ৭জানুয়ারি-২০২৩ইং তারিখে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-২৫৪৪) প্রকাশ চকরিয়া প্রবাসী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশে-বিদেশে অবস্থানরত সমিতিভুক্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে ১২জন প্রতিনিধি নির্বাচিত হন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: