নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া এডভোকেটস এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৩ মঙ্গলবার (৩১ জানুয়ারি) এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এডভোকেট এইচ.এম শহিদ উল্লাহ চৌধুরী সপ্তম বারের মতো সভাপতি ও এডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়া এডভোকেট আবু ছালেহ সহ-সভাপতি, এডভোকেট মোহাম্মদ শফিউল মোস্তাফা নূরী সহ-সভাপতি, এডভোকেট মো. জাহাঙ্গীর আলম সহ-সাধারণ সম্পাদক, এডভোকেট আশিকুল বছির নকিব জেলা প্রতিনিধি, এডভোকেট নজরুল ইসলাম আপ্যায়ন সম্পাদক, এডভোকেট শিহাব উদ্দিন আছেম পাঠাগার সম্পাদক, এডভোকেট সাইদুর রহমান সাইদ সদস্য, এডভোকেট মোঃ ওমর ফারুক সদস্য, এডভোকেট মোঃ গোলাম ছরওয়ার সদস্য (প্রথম ৬মাস) ও এডভোকেট শাহরিয়ার ফয়সাল সদস্য (পরবর্তী ৬মাস) নির্বাচিত হন।
নির্বাচনে এডভোকেট জসিম উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং এডভোকেট মো. আমিনুল এহছান ও এডভোকেট মো. সুজা উদ্দিন সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
0 comments: