নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিমানারায় আলহাজ্ব শেখ মোঃ শাহজাহান-পারুল বানু হাফেজখানা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল চারটায় হাফেজখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক হাফেজ মুহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলে আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন চকরিয়া সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা বশির আহমদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ্ব রেজাউল হক সওদাগর, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুজিবুল হক বিএসসি, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব এম. জিয়াবুল হক, বিনামারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো. শহিদ উল্লাহ ও বর্তমান খতিব মাওলানা মোশাররফ হোসেন।
এসময় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক, প্রবীণ মুরব্বী জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন, সাংবাদিক খন্দকার মোহাম্মদ হোসাইন, মাওলানা আসহাব উদ্দিন, মাস্টার আবুল কাশেম, অধ্যাপক আবু ছৈয়দ, এডভোকেট মো. রিদুয়ানুল হক, বিশিষ্ট ইমরান সিকদার, তরুণ আওয়ামী লীগ নেতা মো. আসাদুল হক, মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মহিম উদ্দিন লিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মুনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে হেফজখানা ও এতিমখানা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা বশির আহমদসহ অতিথিবৃন্দ।
0 comments: