নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক যুব ও ছাত্রনেতা শাহজাহান মনির মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, সন্তান ও অসংখ্য রাজনৈতিক সহকর্মীসহ গুণগ্রাহী রেখে যান। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাযে জানাযা সম্পন্ন হয়।
জানাযাপূর্ব সমাবেশে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. এনামুল হক, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পৌর বিএনপির সদস্য সচিব মোবারক আলীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিশাল জানাযার নামাযে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. শওকত আলী, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকানসহ সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
0 comments: